হাড়োয়া: মাদারতলা এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে DYFI, নতুন সদস্য হলেন 7 হাজার 900 জন
হাড়োয়া ব্লকে গত আগস্ট মাসের ১ তারিখ থেকে আজ রবিবার বিকেল চারটে পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযানে নেমে সাত হাজার নশো নতুন সদস্য সংগ্ৰহ করল ডি ওয়াই এফ আই -এর হাড়োয়া ব্লক কমিটি। এদিন বিকেলে হাড়োয়া ব্লকের মাদারতলা এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের হাড়োয়া ব্লকের সম্পাদক নাজির হোসেন,রাজ্য কমিটির সদস্য প্রতিক দাস, আবুল কালাম মোল্লা, জেলা কমিটির সদস্য পিন্টু হাজরা, অলিভিয়া মূখার্জি সহ অন্যান্যরা।