দেগঙ্গা: দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উত্তরণ হলে বিএলওদের নিয়ে অনুষ্ঠিত হল এসআইআর প্রশিক্ষণ শিবির
বিএলওদের নিয়ে sir প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো দেগঙ্গায়। শনিবার দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উত্তরণ সভাকক্ষে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। কিভাবে এস আই আর এর কাজ করতে হবে সে বিষয়ে বিএল ওদের প্রশিক্ষণ দেয়া হয় বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। প্রশিক্ষণ শুরু হয় সকাল দশটা থেকে। শেষ হয়েছে বেলা একটায়। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে এদিন প্রায় ১৪১ জন বি এল আরও প্রশিক্ষণ নেন। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দেগঙ্গার বিডিও ফাহিম আলম, আশফাকুল্লা সহ অ