লংথরাই ভ্যালি: ছাওমনু-তে প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন পালন, র্যালি ও স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি
আজ সকালে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ভারতের যশ্বসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর 75 তম শুভ জন্মদিন ভারতীয় জনতার পার্টি ছাওমনু মন্ডল কমিটির পক্ষ থেকে ছামনু দলীয় কার্য্যালয়ে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সম্ভুলাল চাকমা,ছাওমনু মন্ডল সভাপতি বিপ্লব চাকমা, সহসভাপতি মাধব বড়ুয়া, সাধারণ সম্পাদক মহন্ত রঞ্জন চাকমা মন্ডল ও অন্যান্য পদাধিকারী গন।