নামখানা: কাকদ্বীপের দাস পরিবারে এসআইআরের ফর্ম থেকে বঞ্চিত
বিগত দিনে অমল দাস ও আরতি দাস ভোট দিয়েছিল কিন্তু এস আই আর এর ফর্ম পাচ্ছে না কারন অন্যথা বাড়ি করার জন্য বি এল আর এর পক্ষ থেকে ফরম দেওয়া হচ্ছে না তারা বহুবার প্রশাসনের আধিকারিকদের কাছে গেলেও কোন সূরা মিলেনি পরবর্তী সময় তারা অনলাইনে এস আই আর এর ফর্ম জমা দেয় তবে দেখার বিষয় আদৌ তারা কি ভারতে নাগরিকত্ব পাবে সেই দুশ্চিন্তায় পিছু ছাড়ছেনা দাস পরিবারের সদস্যদের।