দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা সাধু খাঁ পাড়ায় ভোররাতে মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতী, থানায় অভিযোগ দায়ের
ইটের দেয়াল ভেঙ্গে ফোন চুরি করে নিয়ে চমকটে চলে আর দুষ্কৃতী। রবিবার ভোর তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা সাধুখাঁ পাড়ায়। রবিবার সাড়ে দশটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দয়াল দাস নামে এক ব্যক্তি। দয়ালের দাবি ফোনটি তিনি তার দিদিকে দিয়েছিলেন। শনিবার রাতে টেবিলে মোবাইল রেখে দেন। সকালবেলা উঠে দেখেন মোবাইল নেই। ঘরের বেশ কয়েকটি ইটও খসানো। দেওয়ালের ইট খুলে দুষ্কৃতি ঘরে প্রবেশ করেছে বলে দাবি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।