রংলী রংলীয়ত: এবারের লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূলকে সমর্থন করবে আদিবাসী পানীঘাটায় জানাল মহাসংঘ
এবারের লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূলকে সমর্থন করবে আদিবাসী মহাসংঘ। শুক্রবার রাত নটা নাগাদ পানিঘাটা এলাকায় আদিবাসী মহা সংঘের কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করা হলো সংঘের তরফে। এদিন আদিবাসী মহা সংঘের সভাপতি সত্য রাই বলেন, এদিন তিনি বলেন আদিবাসী জনজাতির মানুষদের উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেছে মহা সংঘ।