কাটোয়া ১: কাটোয়ার গোবিন্দ বাগানে হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড কাপের উদ্বোধন, পাশাপাশি দর্শক আসনে উদ্বোধনে বিধায়ক, SDPO
প্রায় সত্তর বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের সূচনা হল কাটোয়া পুরসভার উদ্যোগে গোবিন্দ বাগান মাঠে। শুক্রবার দুপুরে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে “হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড” ও “ইষ্টপদ রানার্স কাপ”-এর উদ্বোধন করেন। সাত দশক আগে আইএফএ-র অনুমোদনে শুরু হওয়া এই টুর্নামেন্ট কিছু বছর বন্ধ থাকার পর গত সাত বছর ধরে আবার পুরসভার পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে।