কুলতলি: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কুলতলির জালাবেড়িয়া দুই নম্বর অঞ্চলের ৩৬ নম্বর মন্ডলের লাট খাসের খোপ
কুলতলী জালাবেড়িয়া দু নম্বর অঞ্চলের ৩৬ নম্বর মন্ডলের লাট খাসের খোপ বনমালী হালদারের পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা সাথে সাথে খবর দেয় কুলতলী থানায়। পুলিশ মৃত দেহটি নিজেদের হেফাজতে নেন। কিভাবে এই যুবকের মৃত্যু ঘটলো তার ও তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ। এই মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।