মঙ্গলবার দিন সিউড়ি সদর হাসপাতালের সামনে একাধিক চাবিতে বিক্ষোভ কর্মসূচি ও হাসপাতালের সুপারকে ডেপুটেশন প্রদান করল বীরভূম জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে। মঙ্গলবার দিন এমনটাই ছবি ধরা পড়েছে সিউড়ির সদর হাসপাতালের সামনে।
সিউড়ি ১: হাসপাতালে সামনে একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি বীরভূম জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে - Suri 1 News