মায়ের চোখের জল, পরিবারের অপেক্ষা। কিন্তু আর ঘরে ফেরা হল না সুতির যুবকের। পেটের দায়ে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্নই থমকে গেল চেন্নাইয়ের মাটিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আমাই মাঝি। তাঁর বাড়ি সুতি থানার অন্তর্গত হাড়োয়া পঞ্চায়েতের গম্ভীরা গ্রামে। এই মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া সুতি এলাকায়। মঙ্গলবার দুপুরে জানা গিয়েছে, ২০২৫ সালের দুর্গাপুজোর সময় জীবিকার সন্ধানে চেন্নাইয়ের বহুতল নির্মাণের কাজ করতে গিয়েছিল ওই যুবক।