হাড়োয়া: হাড়োয়া হাসপাতাল মোড় টোটো শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পুনঃ নির্বাচিত ব্লক সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা প্রদান
হাড়োয়া হাসপাতাল মোড় টোটো শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে হাড়োয়া ব্লক ১ তৃনমূল কংগ্রেসের পুনঃ নির্বাচিত সভাপতি সফিক আহমেদ, নবনির্বাচিত আই এন টি টি ইউ সি'র সভাপতি বাপীন মুখার্জি এবং নবনির্বাচিত বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃনমূল কংগ্রেসের সম্পাদক সৈয়দ ওয়াসিফ উদ্দিন সুমনকে সংবর্ধনা জানানো হল রবিবার রাত আটটা নাগাদ।