বিলোনিয়া: মহালয়ার পূর্নলগ্নে বিলোনিয়া আমরা কজনা উদ্যোগী অনুষ্ঠিত হয় আগামী অনুষ্ঠান বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে
মহালয়ার পূর্নলগ্নে বিলোনিয়া আমরা কজনা উদ্যোগী অনুষ্ঠিত হয় আগামী অনুষ্ঠান। বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগররততলা ও কলকাতার খ্যাতনামা শিল্পীদের দ্ধারা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। আগমনী অনুষ্ঠানের সুচনা করেন জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।