ইটাহার: স্কুল ভ্যান থেকে নেমে বাবার দোকানে যাওয়ার সময় কামালপুর এলাকায় ওই স্কুল ভ্যানের নীচে চাপা পড়ে মৃত্যু এক ৬ বছরের শিশুর
বাড়ির দুয়ারে স্কুল ভ্যানের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক খুদে পড়ুয়ার। শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইটাহারের কামালপুর মশানকালি হাট এলাকায়। চালক পলাতক। পড়ুয়ার নাম রকি পাল(৬)। বাড়ি কামালপুর গ্রামে। সে ইটাহারের তেতুলতলা এলাকার একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। এদিন স্কুল ছুটির পর স্কুলের ভ্যানে বাড়ি থেকে কিছুটা আগেই মশানকালি হাট এলাকায় গাড়ি থেকে নেমে গাড়ি থেকে নেমে বাবার দোকানে যাওয়ার সময় ওই স্কুল ভ্যানের নীচেই চাপা পড়ে যায় সে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।