বলরামপুর: বলরামপুর ব্লকের বাংলার শস্য বীমা শিবির পরিদর্শনে এলেন রাজ্য সরকারের স্পেশাল সচিব
বলরামপুর ব্লকের বাংলার শস্য বীমা শিবির পরিদর্শনে এলেন রাজ্য সরকারের স্পেশাল সচিব ঋষিকেশ মুদি। উপস্থিত ছিলেন আনিকুল ইসলাম উপ কৃষি অধিকর্তা জেলা কৃষি বিভাগ,চন্দন কোনার সহ কৃষি অধিকর্তা পুরুলিয়া সদর মহকুমা,আশিক ইকবাল মণ্ডল পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব এবং সাগুন মুর্মু বলরামপুর ব্লক সহ কৃষি অধিকর্তা প্রমুখ।