বালি-জগাছা: পৌরসভার ২৪ ও ১৮ নম্বর ওয়ার্ডের WAR ROOM পরিদর্শনে রাজ্যের মন্ত্রী অরূপ রায় মধ্য হাওড়াতে
মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড এবং ১৮ নম্বর ওয়ার্ডের WAR ROOM। মঙ্গলবার আনুমানিক সকাল ১১:৩০ নাগাদ পরিদর্শন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী অরূপ রায় মহাশয় তিনি এই ওয়ার্ডগুলির WAR ROOM পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ এস আই আর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলেন