কুলতলি: গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের করুণাময়ী বালিকা বিদ্যালয়ের পঠন পাঠন শিখেই ওঠার উপক্রম
কুলতলির একটিমাত্র বালিকা বিদ্যালয় করুণাময়ী বালিকা বিদ্যালয় মাধ্যমিক। যেটি এই মুহূর্তে অচল অবস্থায়। ঠিকমতো শিক্ষক না আসায় সমস্যায় পড়ছেন ছাত্রীরা ও তার অভিভাবকরা। এ বিষয় নিয়ে স্থানীয় অভিভাবক পিন্টু মণ্ডল কি জানাচ্ছেন শুনুন তারই মুখ থেকে।