ভরতপুর ১: নম্বরের ভুলে সম্পর্ক, ফাঁস হতেই নির্যাতন! ভরতপুর থানার পথেই ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা বধূর
শাশুড়ির ভুলে পরকীয়ায় জড়িয়ে বধূ, থানার সামনে আত্মহত্যার চেষ্ট। এই ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম এলাকায় । অভিযোগ, ঘটক শাশুড়ি যোগাযোগের জন্য ভুল করে পুত্রবধূর নম্বর এক যুবককে দেওয়ায় তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক ফাঁস হতেই মারধর করে বধূকে বাড়ি থেকে বের করে দেয় শ্বশুরবাড়ি। বৃহস্পতিবার অভিযোগ জানাতে থানায় আসার পথেই গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।