ছাতনা: দুয়ারে রেশনের মতন কৃষকদের দুয়ারে গিয়ে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার দাবি জানালেন CPIM ছাতনা এরিয়া কমিটির সম্পাদক
সিপিআইএমের ছাতনা এরিয়া কমিটির সম্পাদক আলোক চক্রবর্তী জানান, ১০০ দিনের কাজ দ্রুত চালু, সহায়ক মূল্যে ধান ক্রয়, নলবাহিত জল সরবরাহ, জোড়হিড়া অঙ্কিত মেটাল কারখানা চালু ও শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানের দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।