রানিনগর ১: রাজ্য সড়কের বেহাল দশার কারণে নয়নজলিতে পণ্যবাহী ট্রাক উল্টে বিপত্তি ইসলামপুরে।
রাজ্য সড়কের বেহাল দশার কারণে নয়নজলিতে পণ্যবাহী ট্রাক উল্টে বিপত্তি ইসলামপুরে!  মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার গোয়াস এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।   ইসলামপুর থেকে শেখপাড়া  যাওয়ার সময় রাজ্য সড়কের ধারেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পণ্যবাহী ট্রাক।  ট্রাকটিতে সিমেন্ট বোঝাই ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  দুর্ঘটনার পরই ড্রাইভার ও খালাসী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।