কোতুলপুর: দুদিনের টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি কাঁচা মাটির বাড়ি
বাঁকুড়ার কোতুলপুরের দিগর পাড়ায়
দুদিনের টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি কাঁচা মাটির বাড়ি বাঁকুড়ার কোতুলপুর এর গোপীনাথপুর অঞ্চলের গোপালগঞ্জ বুথের দিগর পাড়ায়।রাত্রে বাড়িতেই ছিলেন সেই মুহূর্তে বাড়ির আওয়াজ শুনতে পেয়ে বাড়ির সকলকে বাইরে বেরিয়ে আসতে বলে এবং সেই মুহূর্তেই বাড়িটি ভেঙে পড়ে এবং এক ছেলের পায়ে মাটির চাগ পড়ে আহত হয়।জানা যায় দুদিনের টানা বৃষ্টিতে পাশে একটি পুকুর রয়েছে সেই পুকুরের অতি যুক্ত জলের স্তর থাকায় এলাকায় কাঁচা বাড়ি সেটসেটে হয়ে মাটি আলগা হয