পুরাতন মালদা: পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের আনন্দ মোড়ে বেহাল রাস্তায় তীব্র বিক্ষোভ
পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের আনন্দ মোড়ে বেহাল রাস্তায় তীব্র বিক্ষোভ। সোমবার সকাল দশটা নাগাদ টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি— প্রশাসন আশ্বাস না দিলে অবরোধ চলবে, ভোটও বয়কট করা হবে।