মুরারই ১: রতনপুর হিন্দু মিলন মন্দিরে মা দুর্গা ঠাকুরের মহা নবমী উপলক্ষে শুরু হয়েছে পুজোপাঠ, ভিড় স্থানীয়দের
আজ ১ অক্টোবর মহা নবমী। মুরারই এক নম্বর ব্লকের মহুরাপুর অঞ্চলের রতনপুর হিন্দু মিলন মন্দিরে, মা দুর্গা ঠাকুরের মহা নবমী উপলক্ষে চলছে পূজা পাঠ। এদিন পূজো দেখতে ভিড় করেছেন স্থানীয়রা। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।