গোঘাট ২: অবৈধভাবে ট্রাক্টারে করে মাটি পাচার করার অভিযোগে খাটুল চেকপোস্ট এলাকা থেকে চারটি মাটি বোঝায় ট্রাক্টার আটক করল পুলিশ।
অবৈধভাবে ট্রাক্টারে করে মাটি পাচার করার অভিযোগে খাটুল চেকপোষ্ট এলাকা থেকে চারটি মাটি বোঝায় ট্রাক্টার আটক করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে খাটুল চেকপোষ্ট এলাকা দিয়ে দিনের পর দিন বেড়ে চলেছিল অবৈধভাবে মাটি পাচার। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। চারটি মাটি বোঝায় ট্রাক্টার আটক করলো পুলিশ।