আউশগ্রাম ১: গুসকরার একটি স্কুলে বেতন বকেয়া থাকায় খুদে পড়ুয়াদের বার্ষিক পরীক্ষার দিনে আলাদা করে বসিয়ে রাখার অভিযোগে চাঞ্চল্য ছড়ায়
গুসকরার একটি বেসরকারি স্কুলে বেতন বকেয়া থাকায় খুদে পড়ুয়াদের বার্ষিক পরীক্ষার দিনে আলাদা করে বসিয়ে রাখার অভিযোগ উঠলো। এতে অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, গতকাল স্কুলে কয়েকজন শিশুকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। যা মানসিকভাবে তাদেরকে আঘাত করা হয়েছে বলেই অভিযোগ। যদিও স্কুল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা জানায়, বহু ছাত্রছাত্রীর পাঁচ থেকে নয় মাসের বেতন বাকি থাকায় সমস্যায় পড়ছে প্রতিষ্ঠানটি।