গণ্ডাছড়া: গন্ডাছড়ায় তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে ১১ পরিবারের ৩৩ জন
আজ বিকেলে ৪৪-রাইমাভেলি মণ্ডলের উদ্যোগে চুকলাইহা পাড়ার ৪৪/১১ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তিপ্রা মথা দল ত্যাগ করে মোট ১১টি পরিবারের ৩৩ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান MDC ভূমিকা নন্দ রিয়াং। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা, ধলাই জেলা জনজাতি মোর্চার জেনারেল সেক্রেটারি পতি মোহন ত্রিপুরা,