মেখলিগঞ্জ: পাচারের উদ্দেশ্যে মজুদ! পুলিশি তল্লাশিতে জালিয়াটারি মোড় থেকে বিপুল পরিমান ওষুধ উদ্ধার ; গ্রেফতার দুই
শুক্রবার রাতে মেখলিগঞ্জের জালিয়াটারি মোড়ে একটি টোটোতে তল্লাশি চালায় মেখলিগঞ্জ থানার পুলিশ। পুলিশি তল্লাশিতে টোটো থেকে ২০২ স্ট্রীপ নিউরোবিন এবং ২৫১ প্যাকেট ক্যালশিয়াম পলিস্টায়েন্স সাল্ফোনেট পাউডার বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় দুজনকে গ্রেফাতার করে পুলিশ। ধৃতরা হলেন রঞ্জিত রায় ও তাপস রায়। দুজনের বাড়ি মেখলিগঞ্জ থানা এলাকার ডাঙারবাড়ি ও ৭৭ নিজতরফে। পুলিশ জানায়, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ করতেই এই ওষুধ গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।