রামপুরহাট ১: রামপুরহাট শহরে দেবী বরণ,সিঁদুরখেলায় জমজমাট রামপুরহাট ১০-এর পল্লির পুজো মণ্ডপ
বীরভূমের রামপুরহাট শহরে দেবী বরণ। সিঁদুরখেলায় জমজমাট রামপুরহাট ১০-এর পল্লির পুজো মণ্ডপ। আজ বৃহস্পতিবার দশমীর পুজোর পর সকাল আনুমানিক ১১টা নাগাদ,রামপুরহাট ১০-এর পল্লির পুজো মণ্ডপের মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠলেন।আজ বিদায়ের বিজয়া দশমী। ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দের আবহেই মিশেছে বিষণ্ণতার সুর।