দুবরাজপুর: লোবা অঞ্চলের তরুলিয়া গ্রামে তৃণমূলের বিশেষ আলোচনা সভা, দুর্গাপূজো ও এলাকার উন্নয়নে জোর
দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের তরুলিয়া গ্রামে সোমবার বিকেল পাঁচটা নাগাদ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা। আসন্ন দুর্গাপূজোকে সামনে রেখে এলাকা উন্নয়ন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন লোবা অঞ্চল তৃণমূল সভাপতি পিনাকী চক্রবর্তীসহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। এলাকার উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন এবং উৎসবের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংগঠনের পক্ষ থেকে নানা দিক নির্দেশ দেওয়া হয়।