ভাতার: ভাতার বাজারে শতাধিক বছরের রীতি মেনে মহা ধুমধামে পালিত হল গ্রহরাজের পুজো
ভাতার বাজারে শতাধিক বছরের রীতি মেনে মহা ধুমধামে পালিত হল গ্রহরাজের পুজো, প্রসাদ বিতরণ হলো শনিবার আটটায়। ভাতার বাজারে রয়েছে গ্রহরাজের মন্দির। শতাধিক বছরের ধর্মীয় রীতি মেনে মহা ধুমধামে আজ পালিত হল পুজো। ভাতার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ এসেছিলেন পুজোর প্রসাদ নিতে। প্রশাসনের নজরদারি থাকে চোখে পড়ার মতো।