ভাঙড় ২: রাতেও চলছে ISF এর SIR সহায়তা শিবির ও জনসংযোগ
আজ অর্থাৎ শনিবার রাত ৯ টা নাগাদ ভাঙড়, শানপুকুরে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর উদ্যেগে রাতেই চলছে এলাকাবাসীদের SIR ফর্ম সম্পর্কে সমাধান কর্মসূচি। আর সেই কর্মসূচি থেকে তিনি বলেন যদি কেউ আইএসএফের চরম বিরোধী ও করে SIR লিস্ট থেকে নাম বাদ গেলে তার হয়ে সুপ্রিম কোর্টের লড়াই করবেন তিনি নিজেই,আর এই নির্দেশনা দিয়েছেন ISF দলের সুপ্রিমো আব্বাস সিদ্দিক।