মন্তেশ্বর: মন্তেশ্বরে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা
রবিবার সন্ধ্যায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মন্তেশ্বর কমার্সিয়াল রোডের বাসিন্দা সৌরভ সামন্ত। বয়স ৩৭ বছর। বাড়ির লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানায় পুলিশ খবর পেয়ে দেহ থানায় নিয়ে যায়। সোমবার বেলায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠানো হয়েছে।