কালনা ১: স্ত্রী বাড়ির বাইরে যেতেই বাঘনাপাড়ার কেশবপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বৃদ্ধ
স্ত্রী বাড়ির বাইরে আর সেই সুযোগেই বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত বাঘনাপাড়ার কেশবপুর এলাকায়। মৃত ওই বৃদ্ধের নাম শঙ্কর নাহা। এদিন মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ কালনা মহকুমা হসপিটালে হলো মৃতদেহের ময়না তদন্ত। মৃতের স্ত্রী মায়া নাহা তিনি দিন বলেন, কি কারনে তিনি এমন করলেন কিছুই বুঝে উঠতে পারছি না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিক্ষাবৃত্তি ও কীর্তন করেই তাদের দু মানুষের জীবন অতিবাহিত হতো।