ইটাহার: সপ্তমীর বিকেলে ইটাহার ব্লকের একাধিক দুর্গাপূজা পরিদর্শনে এলেন কেন্দ্রী শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার
মহা সপ্তমীর বিকেলে ইটাহার বিধানসভার একাধিক দুর্গা পুজো মণ্ডপ পরিদর্শনে এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ ড. সুকান্ত মজুমদার। সোমবার বিকেলে আনুমানিক ৩ টায় কেন্দ্রীয় মন্ত্রী ইটাহারে আসেন। এখানে এসে তিনি প্রথমে ইটাহার শ্যামাপল্লী দুর্গা পুজোর মণ্ডপ পরিদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের পুজো পরিদর্শনকে কেন্দ্র করে আঁটোসাটো করা হয় বিভিন্ন পুজো মণ্ডপে পুলিশি নিরাপত্তা।