ইন্দাস: পুজো আসছে, ভিন জেলার বরাত, জোর অনুশীলনে ইন্দাসের সাহসপুর গ্রামের মহিলা ঢাকির দল
Indus, Bankura | Sep 11, 2025 *পুজো আসছে, ভিন জেলার বরাত, জোর অনুশীলনে ইন্দাসের সাহসপুর গ্রামের মহিলা ঢাকির দল* *বাঁকুড়া, ইন্দাস*:-নীল আকাশে কাশফুলের দোলা,বাতাসে পুজোর গন্ধ। সেই আবহেই জোর অনুশীলনে মেতেছে ইন্দাস ব্লকের সাহসপুর গ্রামের মহিলা ঢাকির দল। একসময় ঢাক বাজানো ছিল শুধুই পুরুষদের দখলে। কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবারের সাহসী মহিলারা গৃহস্থালি,মাঠে চাষের কাজ,লোকের জমিতে শ্রম, ছেলেমেয়েদের পড়াশোনা দেখা, গরু-ছাগল সামলানো,সবকিছুর ফাঁকেই রাতের বেলা সময় বের ক