দুবরাজপুর: অন্ধকারে শহীদের শেষযাত্রা! বক্রেশ্বর মহাশ্মশানে লাইট ভাড়ায় এনে সম্পন্ন শেষকৃত্য
বক্রেশ্বর মহাশ্মশানে ঘোর অন্ধকারের মধ্যে সম্পন্ন হলো শহীদ সুজয় ঘোষের শেষকৃত্য। সেনাবাহিনীর রীতি অনুযায়ী শহীদকে দেওয়া হয় গান স্যালুট। কিন্তু যথাযথ আলোর ব্যবস্থা না থাকায় তড়িঘড়ি ডেকোরেটরস থেকে ভাড়ায় আনা হয় লাইট। সেই ভাড়ার হ্যালোজেনের আলোতেই সম্পন্ন হয় সমস্ত রীতি। শনিবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লেখেন, "দেশের জন্য প্রাণ দেওয়া শহীদের শেষ বিদায়েও আলোর ব্যবস্থা না থাকা লজ্জাজনক"