ভরতপুর ১: গোষ্ঠীদ্বন্দ্বে ফাটল গভীর! ভরতপুরে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি
মুর্শিদাবাদের ভরতপুরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তোলপাড় রাজনীতি। একদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, অন্যদিকে তৃণমূলেরই ব্লক নেতৃত্ব—দু’পক্ষই একে অপরকে নিশানা করছেন। ব্লক নেতৃত্বের অভিযোগ, বিধায়ক ভরতপুরে কোন উন্নয়নের কাজ করেননি। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই মাঠে নামল বিরোধী দলও। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরাসরি তৃণমূলকে আক্রমণ করল বিজেপি। শুক্রবার রাত্রে জেলা বিজেপির সম্পাদক লাল্টু দাস কি জানিয়েছেন শুনুন।