কাটোয়া ১: দীপাবলীর আগে কাটোয়ার গৌরাঙ্গ মন্দিরে বিদেশী ভক্তদের ভিড়, হরিনাম সংকীর্তনে মাতলেন বিদেশীরা
কাটোয়া থানার অন্তর্গত কাটোয়ার গৌরাঙ্গপাড়া এলাকায় এদিন বুধবার সকালে গৌরাঙ্গ মন্দিরে বিদেশি ভক্তদের ভিড় বিভিন্ন দেশের বিভিন্ন ভক্তদের এদিন কাটোয়ার এই গৌরাঙ্গ মন্দিরে পরিক্রমা করতে দেখা যায়। গৌরাঙ্গ মন্দিরের চলা হরিনাম সংকীর্তন অংশ নিতে দেখা যায় তাদের। জানা গিয়েছে মায়াপুরের ইসকন থেকে দীপাবলির আগে কাটোয়ায় এই গৌরাঙ্গ মন্দির পরিক্রমায় হাজির হন এদিন তারা। জার্মানি ইতালি ফ্রান্স সহ বিভিন্ন দেশের সনাতনী ভক্তরা এদিন গৌরাঙ্গ মন্দির পরিক্রমায় আসেন।