মেমারি ১: মেমারিতে হাসপাতালের ওপিডির শুভ শিলান্যাশ করলেন সাংসদ শর্মিলা সরকার
মেমারিতে হাসপাতালে ওপিডির শুভ শিলান্যাশ করলেন সাংসদ শর্মিলা সরকার, শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ, জানা যায় পূর্ব বর্ধমানের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল মেমারী গ্রামীণ হাসপাতাল, জামালপুর, মেমারী,মন্তেশ্বর, পান্ডুয়া বিভিন্ন জায়গার রোগীরা এই হাসপাতালের উপর অনেকটাই নির্ভরশীল। এই হাসপাতালের মান উন্নয়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে রাজ্য সরকার।