পূর্বস্থলী ২: কুমিরপাড়া এলাকায় পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চঞ্চল্য
পূর্বস্থলী ২ ব্লকের কাঁলেখাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমিরপাড়া গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রসেনজিৎ দেবনাথ (৩২) নামে এক ব্যক্তি গতকাল গভীর রাতে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।পরিবারের সদস্যরা সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা বন্ধ দেখতে পান। দরজা ভেঙে ভিতরে ঢুকেই তারা দেখতে পান প্রসেনজিৎবাবু ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায়।