দুবরাজপুর: বক্রেশ্বরে শহিদ সুজয় ঘোষকে সেনাবাহিনীর গান স্যালুটে শেষ বিদায়
বীরভূমের গর্ব, শহিদ প্যারা-কমান্ডো সুজয় ঘোষকে শেষ বিদায় জানানো হল বক্রেশ্বর মহাশ্মশানে। শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর তরফে সম্পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয় তাঁর শেষ কৃত্য। শহিদের মরদেহ ঘিরে অশ্রুসজল জনতা, আর আকাশভেদী স্লোগানে মুখর হয়ে ওঠে মহাশ্মশান চত্বর। সেনা জওয়ানদের গান স্যালুটের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় বীরগতিপ্রাপ্ত সুজয় ঘোষকে। কাশ্মীরের আনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানে আত্মবলিদান দেন তিনি।