নয়াগ্রাম: নয়াগ্রামে জঙ্গল লাগোয়া এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনা, গুরুতর আহত এক ব্যক্তি
বৃহস্পতিবার বিকেলে নয়াগ্রামের জঙ্গল লাগোয়া এলাকায় ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন।আহতের নাম মহিম সরেন।বয়স ৪২ বছর।বাড়ি নয়াগ্রাম থানা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য,অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।