সিউড়ি ১: RSS এর 100 বছর পূর্তি উপলক্ষে সিউড়ির রেড রোজ ক্লাব মাঠে একাধিক কর্মসূচি আয়োজন
Suri 1, Birbhum | Sep 21, 2025 রবিবার দিন সিউড়ির রেড রোজ ক্লাব মাঠে RSS এর পক্ষ থেকে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য RSS এর ১০০ বছর পড়ছে উপলক্ষে এদিন একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।