সোনারপুর: সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগমের পক্ষ থেকে অরন্ধন উৎসব 2025 উদযাপন করা হয়
ভাদ্র সংক্রান্তির মা মনসার পুজো উপলক্ষে অরন্ধন উৎসব 2025 উদযাপন করা হয় সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে এই দিন ৩৯৬ জন পরিবারের হাতে রান্না পুজোর সামগ্রিক প্রদান করেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরা এবং একাধিক আধিকারিকেরা।