আমতা ১: উদয়নারায়ণপুরে আনুলিয়া ও বসন্তপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী উপস্থিত বিধায়ক।
Amta 1, Howrah | Oct 18, 2025 হাওড়ার উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রের আনুলিয়া ও বসন্তপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল বিজয়া সম্মিলনি অনুষ্ঠান। শুক্রবার আনুমানিক ৫ঃ৪৫ নাগাদ এই দুটি অঞ্চলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়নারায়নপুর কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাজা মহাশয় তারই উপস্থিতিতে দুটি অঞ্চলের নতুন এবং প্রবীণ কর্মীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।