আমবাসা: আত্মনির্ভর ভারত সংকল্প মন্ডল কর্মশালা আমবাসা স্হিত বিজেপির জেলা কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়
Ambassa, Dhalai | Oct 10, 2025 আজ দুপুরে আত্মনির্ভর ভারত সংকল্প মন্ডল কর্মশালা আমবাসা স্হিত বিজেপির জেলা কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সহ সভাপতি তাপস ভট্টাচাৰ্য ধলাই জেলা বিজেপির জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা,জেলা সহ সভাপতি শঙ্কর চক্রবর্তী মৃদুল দত্ত,আমবাসা বিজেপির মন্ডল সভাপতি অজয় অধিকারী সহ বিজেপির অন্যান্য বিশিষ্ট নেতা নেতৃত্ব।