কুলপি: ধোলা থানা পঁয়ষট্টিটি পুজো কমিটির হাতে বিধায়ক প্রশাসনের আধিকারিকরা চেক তুলে দিলেন
রাজ্য সরকার পুজো উদ্যোক্তাদের জন্য এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা দিয়েছিলেন সেই মতন সোমবার দিন ধোলা থানার 65 টি পুজো কমিটিদের হাতে চেক তুলে দিলেন কুলপির বিধানসভার বিধায়ক জাগরণ হালদার ও পুলিশ আধিকারিকরা