মঙ্গলবার দিন থেকে SIR এর ফর্ম বিলি শুরু হয়েছে। আর সেই ফর্ম বিলি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন সাইটে এলাকার একাধিক BLO দের নামে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মানুষের পারিবারিক না গিয়ে ক্যাম্প করে সেই ফর্ম বিলি করছেন। মঙ্গলবার দিন এমনটাই অভিযোগ করলেন বীরভূম জেলা বিজেপির সম্পাদক বিশ্বজিৎ সাহা।