গলসি ১: গলিগ্রাম ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ডাক বিভাগে দুই কর্মীর
মঙ্গলবার সকালে গলসি থানার গলিগ্রাম ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ডাক বিভাগের দুই কর্মীর। মৃতরা হলেন গৌতম পাল(৫৩) হুগলি জেলার রিষড়া নতুন পল্লীতে তার বাড়ি অপরজন হলেন সঞ্জয় বিশ্বাস (৫০) নদীয়া জেলার তেহট্টে বাড়ি। জানা গেছে কলকাতা হেড পোস্ট অফিসের ওই দুই কর্মী কন্টেইনারে করে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে গলিগ্রাম ১৯ নম্বর জাতীয় সড়ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে