দুবরাজপুর: স্ত্রী হত্যার মামলায় স্বামী দোষী, শুক্রবার হবে সাজা ঘোষণা, দুবরাজপুরে বললেন সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে
স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হলেন শেখ নইমুদ্দিন। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি স্ত্রী রকিনা বিবির গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ৩ মার্চ সিউড়ি সদর হাসপাতালে মৃত্যু হয় রকিনার। মৃত্যুশয্যায় দেওয়া গোপন জবানবন্দীতে স্বামীর নামই উল্লেখ করেন তিনি। দীর্ঘ তদন্ত ও বিচার শেষে আজ দুবরাজপুর আদালত নইমুদ্দিনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেয়। সহঅভিযুক্ত কাশিনা বিবিকে প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়েছে।