গোপীবল্লভপুর ১: মেয়ের বিয়ের দিন অভিনব উদ্যোগ নিল আলমপুর গ্রামের প্রধান পরিবার,বিয়ের অনুষ্ঠানে আয়োজন করা হল রক্তদান শিবিরের
মেয়ের বিয়ের অভিনব উদ্যোগ নিল গোপীবল্লভপুরের আলমপুর গ্রামের প্রধান পরিবারের। আলমপুর গ্রামের বিশ্বজিৎ প্রধান ও তাঁর স্ত্রী সুনিতা প্রধান তাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আয়োজন করলেন রক্তদান শিবির। একদিকে যখন চলছে বিয়ের আচার অনুষ্ঠানের তোড়জোড় তখন অন্যদিকে উৎসবের আমেজে হল রক্তদান শিবির। সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক গ্রুপ 'আমারকার ভাষা আমারকার গর্ব'এর সদস্যদের সহযোগিতায় হয় এই শিবির। রক্ত সংগ্রহ করে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টার।